Akshaya Tritiya 2022: অক্ষয় তৃতীয়ায় সোনা-রুপো তো কিনবেনই, কিন্তু আপনার জন্য কোন ধাতু সৌভাগ্যের জানেন কি?
অক্ষয় তৃতীয়ায় কোন ধাতুতে বিনিয়োগ আপনার জন্য শুভ হবে, তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনির রাশিফল ও গ্রহনক্ষত্রের গতিবিধি অবস্থানের উপর। তাই সৌভাগ্যের জন্য এ বার কোন ধাতু কিনবেন, রইল তার হদিশ।

।। আ-মরি বাংলা ডেস্ক
রাশিফল আপনাকে মানতেই হবে, এই মাথার দিব্যি কেউ দেয়নি। রাশিফল মানা না-মানা যার যার ব্যক্তিগত বিষয়। কিন্তু রাশিফলে আপনার যদি বিন্দুমাত্র দুর্বলতা থাকে, যদি ভাগ্যে বিশ্বাসী হন, তা হলে আজ, ৩ মে শুভ অক্ষয় তৃতীয়ায় (Akshaya Tritiya 2022) এই টোটাকা কাজে লাগান। বিশেষত, যাঁরা সৌভাগ্যের সন্ধানে রয়েছেন।
অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2022) যে শুভ উপলক্ষ তা নিয়ে আশা করি দ্বিমত নেই। সোনা, রুপো, ব্রোঞ্জ, ইস্পাত এবং অন্যান্য ধাতব জিনিসপত্র লোকে এইদিনে কিনে থাকেন। বা বিনিয়োগ করেন।
আপনি কী কিনবেন? অক্ষয় তৃতীয়ায় কোন ধাতুতে বিনিয়োগ আপনার জন্য শুভ হবে, তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনির রাশিফল ও গ্রহনক্ষত্রের গতিবিধি অবস্থানের উপর। তাই সৌভাগ্যের জন্য এ বার কোন ধাতু কিনবেন, রইল তার হদিশ।
মেষ রাশি (Aries): এই রাশির শাসক গ্রহ মঙ্গল। অধিপতি তামা। সৌভাগ্য আনতে মেষ রাশিকে অক্ষয় তৃতীয়ায় তামার কিছু কেনা উচিত।
বৃষ রাশি (Taurus): এই রাশির শাসক গ্রহ শুক্র। অক্ষয় তৃতীয়ার দিন রুপো কিনলে সৌভাগ্য নিয়ে আসবে।
মিথুন রাশি (Gemini): অধিপতি গ্রহ বুধ। সৌভাগ্যের জন্য অক্ষয় তৃতীয়ায় ব্রোঞ্জের পাত্র বা গয়না কিনলে সুফল মিলবে।
কর্কট রাশি (Cancer): অক্ষয় তৃতীয়া উপলক্ষে কর্কট রাশির জাতক জাতিকাদের রুপো কেনা উচিত।
সিংহ রাশি (Leo): সিংহ রাশির শাসক গ্রহ সূর্য। অক্ষয় তৃতীয়ায় তামা বা সোনায় বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ হবে। যদিও সোনার থেকেও ভালো হবে তামার কিছু কেনা।
কন্যা রাশি (Virgo): কন্যা রাশির শাসক গ্রহ হল বুধ। অক্ষয় তৃতীয়ায় ব্রোঞ্জ কেনা শুভ ।
তুলা রাশি (Libra): তুলা রাশির জাতক-জাতিকাদের অক্ষয় তৃতীয়ায় রুপোর কিছু কেনা উচিত।
বৃশ্চিক রাশি (Scorpio): আপনার রাশি বৃশ্চিক হলে, অক্ষয় তৃতীয়ার দিন তামার কিছু কিনুন। নিশ্চিত ভালো ফল পাবেন।
ধনু রাশি (Sagittarius): ধনুরাশির শাসক গ্রহ বৃহস্পতি। আর্থিক সামর্থ্য অনুযায়ী অক্ষয় তৃতীয়ায় পিতল বা সোনার কিছু একটা কিনে ফেলুন। ভালো হবে।
ALSO READ| রাশিচক্রে রঙেই রাখুন বাজি, জীবন বদলে যাবে
মকর রাশি (Capricorn): অক্ষয় তৃতীয়ায় মকর রাশির জাতক-জাতিকারা ইস্পাত বা লোহার পাত্র কিনলে ভালো করবেন। এতে শনি ঠাকুর প্রসন্ন হবেন।
কুম্ভ রাশি (Aquarius): শনিদেবতাকে খুশি করতে কুম্ভ রাশির ছেলেমেয়েদেরও মকর রাশির মতো ইস্পাত বা লোহার পাত্র কেনা উচিত।
মীন রাশি (Pisces): মীন রাশির শাসক গ্রহ বৃহস্পতি। তাই এই রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়া উপলক্ষে পিতলের কিছু কিনতে পারেন। শুভ ফল পাবেন। চাইলে সোনার গয়নাও কিনতে পারেন। ক্ষতি নেই।
ALSO READ| Lifestyle Cowry Tips| সংসারে আর্থিক অনটন লেগেই রয়েছে? আপনার জন্য রইল ২১ কড়ির টোটকা