এ বছর তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে বাংলা সংগীত মেলা এবং বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব শুরু হচ্ছে শনিবার, ২৫ ডিসেম্বর। কলকাতার ১১টি মঞ্চে এই সংগীত মেলা চলবে ১ জানুয়ারি পর্যন্ত। রবীন্দ্র সদন, শিশির মঞ্চ ছাড়াও রবীন্দ্র-ওকাকুরা ভবন, ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সংগীত অ্যাকাডেমি মুক্তমঞ্চ, বড়িশা ক্লাব ময়দান, চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্ত মঞ্চে সংগীত মেলা চলবে।