Panchagarh Boat Sinking: বাংলাদেশের পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত ৩১, নিখোঁজ কমপক্ষে ৬০
২৫ সেপ্টেম্বর, রবিবার দুপুরে আউলিয়ার ঘাট এলাকার করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায় (Panchagarh Boat Sinking)। প্রায় শতাধিক যাত্রী ছিলেন বলে প্রশাসন জানতে পেরেছে। কয়েক জন সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেনও, বাকিরা নিখোঁজ (Bangladesh Boat Sinking)।

পঞ্চগড়: বাংলাদেশের (Bangladesh Boat Sinking) পঞ্চগড়ে বোদা উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে (Panchagarh Boat Sinking) এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। নৌকাডুবির (Bangladesh News) পর রবিবার রাত পর্যন্ত ২৫ জনের দেহ উদ্ধার হয়েছিল। চার মহিলা-সহ বাকি ছ'জনের মৃতদেহ উদ্ধার হয় সকালে। উদ্ধারকাজে চারটি ডুবুরির দল নামিয়েছে প্রশাসন। জানা যায়, মহলয়ার পুজো উপলক্ষে ইঞ্জিনচালিত নৌকাটি আউলিয়ার ঘাট থেকে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিল। হতাহতরা (Panchagarh Boat Sinking) সকলেই পুণ্যার্থী।
২৫ সেপ্টেম্বর, রবিবার দুপুরে আউলিয়ার ঘাট এলাকার করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। প্রায় শতাধিক যাত্রী ছিলেন বলে প্রশাসন জানতে পেরেছে। কয়েক জন সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেনও, বাকিরা নিখোঁজ। ফায়ার সার্ভিসের কর্মীরা ৩১ জনের দেহ উদ্ধার করতে পেরেছেন। বাকিদের খোঁজ জল ছানবিন করে তল্লাশি চলছে। পরিজনের খোঁজে একরাশ উত্কণ্ঠা নিয়ে পঞ্চগড়ের করোতোয়া নদীর পাড়ে ভিড় করেছে মানুষ। কানে আসছে স্বজনহারা কান্না।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত উদ্ধার হওয়া ৩১টি মৃতদেহের মধ্যে ১৬ জন মহিলা, ৮টি শিশু ও বাকি ৭ জন পুরুষ। দুর্ঘটনাস্থলের প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপপরিচালক সৈয়দ মাহাবুবু আলম জানান, ঘটনাস্থলে চারটি ডুবুরির দল পাঠানো হয়েছে। সকাল থেকে উদ্ধারকাজ চলছে। মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রী নেওয়ায় কারণেই বিপত্তি বলে মনে করা হচ্ছে। প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেছিলেন। পরে দমকল ও পুলিশ আসে। রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে অন্ধকারের কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এদিন সকালে ডুবুরি আনিয়ে ফের উদ্ধারকাজ শুরু করা হয়। এখনও প্রায় ৬০ জন নিখোঁজ। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়বে।
ALSO READ| Mukul Rohatgi: ফের অ্যাটর্নি জেনারেল হতে নারাজ, প্রস্তাব ফেরালেন মুকুল রোহতগী