Mamata Banerjee -TET: টেট উত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে মন্তব্যে নারাজ মমতা
উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মঙ্গলবার সাংবাদিকেরা টেট উত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে প্রশ্ন করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই সব নিয়ে আমি এখন আলোচনা করছি না। এটা বিচারাধীন বিষয় (Mamata Banerjee TET)।'

শিলিগুড়ি: প্রাথমিকে চাকরির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা 'টেট' উত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে কোনওরকম মন্তব্য করতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিষয়টি আদালতের বিচারাধীন বলে তিনি এড়িয়ে গেলেন (Mamata Banerjee TET)।
সোমবার দুপুর থেকে নিয়োগের দাবিতে সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ২০১৪ সালে টেট উত্তীর্ণ 'নট ইনক্লুডেড' প্রার্থীরা। দাবি আদায় না-হওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এই সময় উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মঙ্গলবার সাংবাদিকেরা টেট উত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে প্রশ্ন করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই সব নিয়ে আমি এখন আলোচনা করছি না। এটা বিচারাধীন বিষয় (Mamata Banerjee TET)। আদালত নির্দেশ দিয়েছে। তোমরা বরং আদালতে গিয়ে জিজ্ঞাসা করো।'
আন্দোলনকারীদের বক্তব্য, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য তাঁরা টেট পাশ করেছেন। তার পর দু'বার ইন্টারভিউ দিলেও তাঁরা নিয়োগপত্র হাতে পাননি।
যদিও মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, 'গণতান্ত্রিক দেশে প্রত্যেকের আন্দোলন করার অধিকার রয়েছে। চাকরিপ্রার্থীদের আবেগের প্রতি আমি সহমর্মী। কিন্তু অন্যায্য দাবি মানা যায় না। আন্দোলনকারীরা দু'বার সুযোগ পেয়েও ইন্টারভিউয়ে সফল হতে পারেননি।' তাঁর বক্তব্য, টেট উত্তীর্ণদের এই বিক্ষোভের পিছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। তাঁদের এই 'অন্যায্য দাবি' প্রাথমিক শিক্ষা পর্ষদ মানবে না বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।
ALSO READ| Super Cyclone Sitrang: কালীপুজোর মধ্যেই সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে উপকূল