Fuel prices: পেট্রল-ডিজেলের দাম কমল, কংগ্রেস বলল, 'জুমলা'
পেট্রলের দাম প্রতি লিটারে কমছে (Fuel prices) সাড়ে ৯ টাকা ৷ ডিজেলের ( Petrol-Diesel Prices) দাম কমছে লিটারে ৭ টাকা৷ অর্থমন্ত্রীর ঘোষণা, পেট্রল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর কারণেই দাম কমল৷

নয়াদিল্লি: অবশেষে পেট্রল-ডিজেলের দাম কমাল (Petrol-Diesel Prices) কেন্দ্র৷ বিরোধীদের ক্রমাগত চাপের মুখে করে কিছুটা ছাড় দিতে বাধ্য হল নরেন্দ্র মোদী সরকার। সন্দেহ নেই, কেন্দ্রের এই সিদ্ধান্তের কারণে মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস ওঠা আমআদমির ঘরে কিছুটা হলেও স্বস্তি ফিরবে। শনিবার মধ্যরাত থেকে জ্বালানি তেলের (Fuel prices) নয়াদাম কার্যকর হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, পেট্রলের দাম প্রতি লিটারে কমছে সাড়ে ৯ টাকা ৷ ডিজেলের দাম কমছে লিটারে ৭ টাকা৷ অর্থমন্ত্রীর ঘোষণা, পেট্রল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমানোর কারণেই দাম কমল৷ কেন্দ্রের এই ঘোষণার পর, কলকাতায় প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়াবে ১১৫ টাকা ১২ পয়সা৷ ডিজেলের দাম ৯৯ টাকা ৮৩ পয়সা৷
এদিন আরও একটি সুখবর দিয়েছেন নির্মলা। প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনাতে সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ এই প্রকল্পে ৯ কোটি উপভোক্তা রয়েছেন৷ নির্মলা জানান, বছরে ১২টি সিলিন্ডারে ওই ভর্তুকি পাবেন মহিলারা৷ এর জন্য বছরে ৬,১০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের৷
6/12 @PMOIndia has specifically asked all arms of the government to work with sensitivity and give relief to the common man.
— Nirmala Sitharaman (@nsitharaman) May 21, 2022
Keeping in line with @PMOIndia @narendramodi ‘s commitment to help the poor & common man, TODAY, we are announcing more steps to help our people.
জ্বালানির উপর এক্সাইজ ডিউটি কমানোর জন্য কিছু দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ই কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন। অবশেষে সেই পথেই হাঁটল কেন্দ্র৷ এদিন টুইটে নির্মলা সীতারমন জানান, পেট্রলের উপর ৮ টাকা এবং ডিজেলে ৬ টাকা লিটারপিছু এক্সাইজ ডিউটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এর ফলে রাজস্ব খাতে কেন্দ্রের প্রতি বছর ১ লক্ষ কোটি টাকা আয় কম হবে৷
এদিন একের পর এক টুইট করেন নির্মলা সীতারমন৷ অর্থমন্ত্রী দাবি করেন, আগের সরকারের তুলনায় বিজেপির জমানায় মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে৷ এ-ও বলেন, গরিব ও মধ্যবিত্তদের কথা ভেবে একাধিক পদক্ষেপ করেছে বিজেপি সরকার। তার জন্যই নাকি বিজেপিশাসনে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে। রাজ্যগুলির কাছে শুল্ক কমানোর জন্য আরও একবার আর্জি জানিয়েছেন নির্মলা৷ অবিজেপি শাসিত মুখ্যমন্ত্রীদের কাছে কিছু দিন আগে একই আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
1/12 Our government, since when @PMOIndia @narendramodi took office, is
— Nirmala Sitharaman (@nsitharaman) May 21, 2022
devoted to the welfare of the poor.We’ve taken a number of steps to help the poor and middle class. As a result, the average inflation during our tenure has remained lower than during previous governments.
ALSO READ| Circus Er Ghora: ভরা গরমেই কলকাতায় এ বার সার্কাস!
যদিও জ্বালানির দাম কমানোর কেন্দ্রীয় সিদ্ধান্তকে ‘জুমলা’ বলে কটাক্ষ করে কংগ্রেস৷ দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালার কথায়, মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি সরকার। হিসাব দিয়ে টুইটে কংগ্রেস মুখপাত্র লেখেন, দু’মাস আগে ২১ মার্চ পেট্রলের দাম ছিল লিটার প্রতি ৯৫ টাকা ৪১ পয়সা৷ ২১ মে তা বেড়ে হয় ১০৫ টাকা ৪১ পয়সা৷ ১০ টাকা বাড়িয়ে দু’মাস পর সাড়ে ৯ টাকা দাম কমানো হল৷ আর একটি টুইটে তিনি লেখেন, ২০১৪ সালে লিটার পিছু ডিজেলের এক্সাইজ ডিউটি ছিল ৩ টাকা ৩৬ পয়সা৷ ২০২২ সালের ২১ মে তা বেড়ে হয় ২১ টাকা ৮০ পয়সা৷ অর্থাৎ লিটার পিছু ডিজেলে ১৮ টাকা বাড়িয়ে ৬ টাকা কমানো হল৷
Dear FM,
— Randeep Singh Surjewala (@rssurjewala) May 21, 2022
Today price of Petrol is ₹105.41/litre.
U say price will be reduced by ₹9.50.
On 21st March,2022 i.e 60 days ago,
Price of Petrol was ₹95.41/litre.
In 60 days, U increased the price of Petrol by ₹10/litre & now reduced it by ₹9.50/litre.
Don’t befool people!
1/2 https://t.co/GELhyUWFAC
ALSO READ| DA Case: কর্মীদের ডিএ মেটাতে রাজ্যকে ৩ মাস সময় হাইকোর্টের