Subrata Bhattacharya: ডেঙ্গি ধরা পড়ায় হাসপাতালে ভর্তি সুব্রত ভট্টাচার্য
চিকিত্সকেরা জানিয়েছেন, সুব্রত ভট্টাচার্যের (Subrata Bhattacharya) শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে প্লেটলেট দেড় লক্ষের কাছাকাছি (Subrata Bhattacharya Dengue)।

কলকাতা: ডেঙ্গিতে আক্রান্ত হলেন প্রাক্তন তারকা ফুটবলার তথা কোচ সুব্রত ভট্টাচার্য (Subrata Bhattacharya)। বেশ কিছু দিন ধরেই জ্বরে ভুগছিলেন ময়দানের বাবলুদা। শারীরিক দুর্বলতাও ছিল। ডেঙ্গি পরীক্ষা করালে, রিপোর্ট পজিটিভ আসে। এর পরই মঙ্গলবার বিকেলে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে (Subrata Bhattacharya Dengue) ভর্তি করা হয় সুব্রতকে।
চিকিত্সকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বর্তমানে প্লেটলেট দেড় লক্ষের কাছাকাছি। ইতিমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। বুধবার সকালে সেগুলির রিপোর্ট পাওয়ার পরই চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অন্য রোগীদের থেকে তাঁকে আলাদা রাখা হয়েছে ।
ALSO READ| Super Cyclone Sitrang: কালীপুজোর মধ্যেই সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে লন্ডভন্ড হতে পারে উপকূল