US warns Russia: ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণাম ভয়াবহ হবে, রাশিয়াকে মার্কিন হুঁশিয়ারি
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান (US warns Russia) রবিবার পুতিনের মন্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, 'রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে (Ukraine-Russia war), যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না।'

ওয়াশিংটন: পরমাণু হামলা নিয়ে রাশিয়াকে ফের একবার সতর্ক (US warns Russia) করে দিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে, তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মনোভাব জানারর পরেই এই হুঁশিয়ারি দিল আমেরিকা। সম্প্রতি পুতিন হুমকি দেন, তামাশা নয়, প্রয়োজনে তিনি ইউক্রেনে পরমাণু অস্ত্রের ব্যবহার করবেন (Ukraine-Russia war)।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুলিভান রবিবার পুতিনের মন্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, 'রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে, যুক্তরাষ্ট্র হাত গুটিয়ে বসে থাকবে না। যথোপোযুক্ত জবাব দেবে। যার জন্য মস্কোর পরিণাম হবে ভয়াবহ।' সুলিভানের হুঁশিয়ারি, ‘রাশিয়া সীমা অতিক্রম করলে, তাদের জন্য ভয়াবহ পরিণাম অপেক্ষা করে রয়েছে। যুক্তরাষ্ট্র নিশ্চিত ভাবেই তার জবাব দেবে।’
এই উত্তেজনাপূর্ণ আবহেই রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঘোষণা করেন, গণভোটে ইউক্রেনের কোনও অংশে মস্কোর সঙ্গে যোগ দিলে, তাদের পরিপূর্ণ সুরক্ষা দেবে রাশিয়া।
ALSO READ| Mukul Rohatgi: ফের অ্যাটর্নি জেনারেল হতে নারাজ, প্রস্তাব ফেরালেন মুকুল রোহতগী
এ দিকে, ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিতে রিজার্ভ সৈন্যদের ডেকে পাঠানো হয়েছে। সেইসঙ্গে সামরিক প্রশিক্ষণ থাকা সাধারণ মানুষকেও রিজার্ভ সৈন্য হিসাবে তালিকাভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। এর পরেই রাশিয়ায় প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতিক্রিয়া, প্রেসিডেন্ট পুতিন জেনেশুনে তাঁর নাগরিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। শনিবার সন্ধ্যায় রাশিয়ানদের উদ্দেশে জেলেনস্কির বার্তা, তাঁদের প্রেসিডেন্ট পুতিন জেনেশুনে রুশ নাগরিকদের মৃত্যুর জন্য ইউক্রেনে পাঠাচ্ছেন।