UMA: বিয়ের মণ্ডপে উমার দিদির বিয়ে ভাঙল!

আদৌ কি সোমার জন্য পাত্র খুঁজে বের করতে পারবে উমা? এই নিয়েই চরম উত্তেজনায় কাটবে ধারাবাহিকের আগামী পর্বগুলি।

ডিজিটাল ডেস্ক: বাংলা ধারাবাহিকে জনপ্রিয়তার দৌড়ে 'উমা' এখন দ্বিতীয় স্থানে। এর আগেই দিদির বিয়ের জন্য উমাকে (শিঞ্জীনী চক্রবর্তী) মাঠে নামতে দেখেছি। এ বার উমা ধারাবাহিকে  চলছে বিয়েবাড়ি পর্ব।

উমার দিদি সোমার (জুঁই সরকার) বিয়ে। কিন্তু সেই বিয়েতে মত নেই উমার। উমার দিদির বিয়ে ভুল লোকের সঙ্গে হতে দেবে না উমা। যোগ্য বর খুঁজে মণ্ডপে দিদির বিয়ে দিতে বদ্ধপরিকর উমা।                      

অন্য দিকে উমার দিদি সোমাও রাজি নয় এই বিয়েতে। তাঁর অমতেই বিয়ের আসর বসেছে।এরই মধ্যে উমা জানতে পারে যে সোমার যে পাত্র সে আগে থেকেই বিবাহিত। তাই দিদির বিয়ে আটকাতে চেষ্টা চালিয়ে যায় সে। এরই মাঝে মালাবদলও হয়ে যায় সোমার। উমা ও সোমার মা অনেক দিন ধরেই চেষ্টা চালাচ্ছেন মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিয়ের সব ঠিক হওয়ার পরও বিপত্তির শেষ নেই। উমাকে সাহায্য করতে এগিয়ে এসেছে অভি (নীল ভট্টাচার্য)। সে আর উমা মিলে কি বাঁচাতে পারবে সোমাকে? আদৌ কি সোমার জন্য পাত্র খুঁজে বের করতে পারবে উমা, তা সময়ের অপেক্ষা। এই নিয়েই চরম উত্তেজনায় কাটবে ধারাবাহিকের আগামী পর্বগুলি।